• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

সিসি ক্যামেরার আওতাভূক্ত বামনা উপজেলা শহর

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০২৩

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ

সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে বামনা উপজেলা শহরের প্রতিটি সড়ক ও গুরুত্বপূর্ন স্থানে বামনা সদর ইউনিয়ন পরিষদের অর্থায়নে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

 রবিবার(৫ নভেম্বর) সকাল থেকে ৩২ টি ক্যামেরার মাধ্যমে বামনা সদরের বাজারসহ বিভিন্ন সড়ক সার্বক্ষনিক মনিটরিং কার্যক্রম শুরু হয়েছে। এতে চুরি, ছিনতাইসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা থেকে মুক্তি পাবে বামনা সদরের জনগন।

জানাগেছে, বামনা সদর ইউনিয়ন পরিষদের হাটবাজার উন্নয়ন ফান্ড থেকে প্রায় ৩ লাখ টাকা ব্যায়ে সিসি ক্যামেরা গুলো স্থাপন করা হয়েছে।

বামনা শহরের বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ন স্থান সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসায় সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগিরের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।

বামনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নাসির মোল্লা জানান, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সগির নিজ উদ্যোগে শহরটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে এসেছেন। এতে করে ছোট, বড় সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রোধ পাবে।

বামনা উপজেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি মনোতোষ হাওলাদার বলেন, বামনা শহরের প্রতিটি গুরুত্বপূর্ন স্থানে সিসি ক্যামেরা দেখে অনেকটা স্বত্বিবোধ করছি। বামনা শহরে দুটি মাধ্যমিক বিদ্যালয়ে অনেক নারী শিক্ষার্থী ইভটিজিং এর শিকার হয়। এছাড়াও চুরি এবং মাঝে মধ্যে মারামারি হাতাহাতির ঘটনাও ঘটে। এসব ঘটনা এড়াতে ক্যামেরা স্থাপন করায় ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানাই।

বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল ইসলাম বলেন, বামনা সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শহরে সিসি ক্যামেরা স্থাপন করায় সকল প্রকার আইনশৃংখলা পরিস্থিতি পর্যবেক্ষন করতে ও অপরাধী সনাক্ত করতে পুলিশের সহজ হবে। সদর ইউনিয়ন পরিষদের এ উদ্যোগ প্রশংসনীয়।

বামনা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. চৌধূরী কামরুজ্জামান সগির বলেন, আমি প্রথম মেয়াদে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার সময়ই ভেবেছি বামনা বাজারটি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবো। আমার দ্বিতীয় মেয়াদে একাজ সফল হয়েছে। এখন অনেকেই শহরের ভিতরে অপরাধ মূলক কাজ করতে সাহস পাবেনা। আর কোন অপরাধ ঘটলেও  প্রশাসন সেটি সহজেই খুঁেজ বের করতে পারবেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads